কোর্স: লার্ন কন্টেন্ট রাইটিং উইথ প্রলয় হাসান (১০ম ব্যাচ)
কোর্সের ধরন: বেসিক টু এডভান্সড কন্টেন্ট রাইটিং কোর্স
কোর্সের মেয়াদ: আড়াই মাস (প্রায়)
ক্লাসের সংখ্যা: ১০টি (বোনাস ক্লাসসহ)
প্লাটফর্ম: জুম (Zoom)
ক্লাস শিডিউল: প্রতি শনিবার রাত ৯ টা থেকে ১১ টা
ক্লাসের সময়কাল: ২ থেকে ২.৫ ঘণ্টা (প্রশ্নোত্তর পর্বসহ)
আসন সংখ্যা: সর্বোচ্চ ১৫ জন
বিষয়বস্তু: এই কোর্সটি প্রলয় হাসান স্যারের অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে ডিজাইন করা হয়েছে, যা শিক্ষার্থীদের কন্টেন্ট রাইটিংয়ের বেসিক থেকে শুরু করে এডভান্সড
পর্যায়ে নিয়ে যাবে।
বিশেষ নোট: আগামী ব্যাচের ফি প্রতি ব্যাচে বাড়বে, তাই আগেই রেজিস্ট্রেশন করে ফেলুন।
ইন্সট্রাকটর: প্রলয় হাসান, বাংলাদেশের বেস্টসেলার লেখক এবং কন্টেন্ট মার্কেটিং এক্সপার্ট।
কোর্স: লার্ন কন্টেন্ট রাইটিং উইথ প্রলয় হাসান (১০ম ব্যাচ)
- কোর্সের ধরন: বেসিক টু এডভান্সড কন্টেন্ট রাইটিং কোর্স
- কোর্সের মেয়াদ: আড়াই মাস (প্রায়)
- ক্লাসের সংখ্যা: ১০টি (বোনাস ক্লাসসহ)
- প্লাটফর্ম: জুম (Zoom)
- ক্লাস শিডিউল: প্রতি শনিবার রাত ৯ টা থেকে ১১ টা
- ক্লাসের সময়কাল: ২ থেকে ২.৫ ঘণ্টা (প্রশ্নোত্তর পর্বসহ)
- আসন সংখ্যা: সর্বোচ্চ ১৫ জন
কোর্স ফি: ফি: ৭০০০ টাকা (ক্যাশ আউট চার্জ প্রযোজ্য)
ফ্রি উপহার: কোর্সে এনরোল করলে, প্রলয় হাসান স্যারের যে কোনো একটি বই(অটোগ্রাফসহ) ফ্রি দেওয়া হবে। বইটি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি করা হবে।
পেমেন্ট সুবিধা: ৩ হাজার টাকা ডাউন পেমেন্ট এবং বাকি ফি কিস্তিতে দেওয়া যাবে। প্রসেসিং ফি ৫০০ টাকা।
রেজিস্ট্রেশন লিংক:
রেজিস্ট্রেশন করুন এখানে
ফ্রি উপহার: কোর্সে এনরোল করলে, প্রলয় হাসান স্যারের যে কোনো একটি বই(অটোগ্রাফসহ) ফ্রি দেওয়া হবে। বইটি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি করা হবে।
পেমেন্ট সুবিধা: ৩ হাজার টাকা ডাউন পেমেন্ট এবং বাকি ফি কিস্তিতে দেওয়া যাবে। প্রসেসিং ফি ৫০০ টাকা।
রেজিস্ট্রেশন লিংক: রেজিস্ট্রেশন করুন এখানে
FAQ: (কোর্সে ভর্তি হবার আগে যে সকল প্রশ্নগুলো শিক্ষার্থীরা বেশী করে থাকেন, সেগুলোর বিস্তারিত উত্তর এখানে দেয়া হয়েছে)
১) আমার পিসি / ল্যাপটপ নেই। সেক্ষেত্রে শুধু মোবাইল দিয়ে কি ক্লাস করতে পারবো?
– জ্বি, স্মার্টফোন হলে অবশ্যই করতে পারবেন।
২) এই কোর্সটি করতে হলে আমার শিক্ষাগত যোগ্যতা কতখানি হতে হবে?
– কমপক্ষে এস.এস.সি পাশ করতে হবে।
৩) কোর্সটি করার আমার ভীষন ইচ্ছে, কিন্তু আমার এক্সাম চলছে / সামনে এক্সাম (কিংবা অন্য কোন জরুরী কাজ আছে), সেক্ষেত্রে আমি কি করবো?
– কোর্সে ভর্তি হওয়া প্রতিটা স্টুডেন্ট কোর্সের প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডেড লিংক পাবেন। আপনি যদি কোন কারণে ক্লাস করতে না পারেন তবে পরবর্তীতে যে কোন সময় উক্ত ভিডিওগুলো দেখে হোমওয়ার্ক জমা দিতে পারবেন। ভিডিও লিংকগুলো পরবর্তী ১ বছর পর্যন্ত একটিভ থাকবে। ভিডিওতে থাকা কোনো লেসন বুঝতে সমস্যা হলে প্রলয় স্যারকে হোয়াটস এপ গ্রুপে সরাসরি প্রশ্ন করা যাবে। তবে আমাদের অভিজ্ঞতা বলে, এখন পর্যন্ত ভিডিও দেখে লেসন বুঝতে পারেনি এমন স্টুডেন্টদের হার মাত্র ১-২%, কারণ প্রতিটা ক্লাস প্রলয় হাসান স্যার খুবই সহজবোধ্য ভাবে নেন।
৪) ইন্সটলমেন্টে পেমেন্ট করার সুবিধা রয়েছে কি?
- জ্বি, রয়েছে। তবে যারা ইন্সটলমেন্টে ভর্তি হতে চান, তাদেরকে মূল কোর্স ফিয়ের সাথে প্রসেসিং ফি বাবদ বাড়তি ৫০০ টাকা দিতে হবে (কেননা, আমাদের অতীত অভিজ্ঞতা বলে, ইন্সটলমেন্টের হিসাব রাখা ও পেমেন্টের কথা মনে করিয়ে দেয়াটা বাড়তি হ্যাপার কাজ, এই কারণেই আমরা এর জন্য আলাদা করে প্রসেসিং ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি)। এরপর ৩ হাজার টাকা ডাউন পেমেন্ট হিসেবে প্রদান করতে হবে। এবং প্রসেসিং ফিসহ বাকী টাকা সর্বোচ্চ দুইটা কিস্তিতে দেয়া যাবে। কোর্সের ৫০% শেষ হবার আগেই সমুদয় ফি পরিশোধ করতে হবে।
৫) ব্যাচের অন্যান্য শিক্ষার্থীদের কাছে কি আমার কোনো প্রডাক্ট বা সার্ভিস সেল করতে পারবো?
– কন্টেন্ট রাইটিং সংক্রান্ত হলে অবশ্যই পারবেন। তবে ইন্সট্রাকটর প্রলয় হাসানের পূর্বানুমতি (লিখিত বা মৌখিক) ব্যতীত এটি Allow করা হবে না।
৬) আমার পুরো কোর্স করার প্রয়োজন নেই, আমি শুধু SEO ক্লাসগুলো করতে চাই।
– দুঃখিত। এমন কোন ব্যবস্থা রাখা হয়নি। কোর্স করলে পুরোটাই করতে হবে।
৭) আমি ইংরেজী ভালো পারি না। সেক্ষেত্রে কোর্সটি করতে আমার কোন অসুবিধা হবে কি?
– কোনো অসুবিধা হবে না। কারণ পুরো কোর্সের সমস্ত লেকচার বাংলায় নেয়া হয়। এমনকি পাওয়ার পয়েন্ট স্লাইডগুলোর সিংহভাগ লেখাও বাংলাতে থাকে।
৮) এই কোর্সটি করে আমি কিভাবে টাকা ইনকাম করতে পারবো?
এটি প্রলয় হাসান স্যারের বেষ্টসেলিং কোর্স। তিনি ফেসবুকে এই কোর্স চালু করার ঘোষণা দেবার পর ইতোমধ্যে কয়েকটা কোম্পানী তাকে ব্যাক্তিগতভাবে নক করেছে, তাদের বেশ কয়েকজন দক্ষ কন্টেন্ট রাইটার প্রয়োজন। এর ভেতর একাধিক কোম্পানি ১৫-২৫ হাজার টাকা মাসিক সেলারীও অফার করেছে প্রতিটা কন্টেন্ট রাইটারের জন্য! গত ৩ বছরে এখন পর্যন্ত এই কোর্সটিতে প্রায় ৮০০+ স্টুডেন্ট ভর্তি হয়েছেন! ইতোমধ্যেই আগের কয়েকটি ব্যাচের শিক্ষার্থীরা কন্টেন্ট লিখে উর্পাজন করা শুরু করেছেন। কয়েকজন শিক্ষার্থী কন্টেন্ট রাইটার হিসেবে ফুল টাইম জব পেয়েছেন, কয়েকজন সাকসেসফুললি ফ্রিল্যান্সিং শুরু করেছেন। এবং বেশ কয়েকজন স্টুডেন্ট প্রলয় হাসান স্যারেরই বিভিন্ন ক্লায়েন্ট প্রজেক্টে কন্টেন্ট রাইটার হিসেবে নিয়মিতভাবে কাজ করেছেন/করছেন, যারা ইতোমধ্যেই ভর্তি ফিয়ের কয়েকগুন সেলারি তুলে ফেলেছেন!
সুতরাং বুঝতেই পারছেন, আপনি যদি বেকার হয়ে থাকেন – তবে এই কোর্স যথাযথভাবে সম্পন্ন করে নিজের একটা ভালো চাকরী পাবার, তথা শক্ত একটা ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ পাবেন। এই কোর্স সম্পন্ন করার আগেই প্রলয় হাসানের রেফারেন্সে অনেকে ফুল টাইম জব পেয়ে গেছে, এমন নজিরও আছে।
উল্লেখ্য, আমরা কিন্তু আপনার ক্যারিয়ার বা চাকুরির নিশ্চয়তা দিচ্ছি না। কোর্সে যারা ভালো পারফরমেন্স করে থাকেন, তাদেরকে প্রলয় হাসান স্যার সাধারনত হয় নিজের ক্লায়েন্ট প্রজেক্টে অন্তর্ভুক্ত করেন, নয়তো অন্য কোনো কোম্পানিতে রেফার করে থাকেন।
৯) কোর্স করার কতদিন পর থেকে ইনকাম করতে পারবো?
– সেটা নির্ভর করবে কন্টেন্ট রাইটিং নিয়ে আপনি কতখানি সিরিয়াস এবং দক্ষ তার উপর। আমাদের অতীত অভিজ্ঞতা বলে, যারা ক্লাসের ব্যাপারে সিরিয়াস ছিলেন তারা প্রায় সবাই এই কোর্সটি চলাকালীনই (কিংবা শেষ হবার সাথে সাথেই) উপার্জন করতে শুরু করেছেন। কিন্তু যারা কোর্সকে গুরুত্ব দেয়নি, নিয়মিত ক্লাস করেনি, হোমওয়ার্ক করেনি – তারা কন্টেন্ট রাইটিং করে ইনকাম করতে পারেনি। বা করলেও তা শুরু হতে অনেক সময় লেগেছে।
– এছাড়াও কোর্স টপারদের জন্য কোর্স শেষে কন্টেন্ট রাইটিং কাজের সুযোগ তো রয়েছেই!
– আপনি যদি অফলাইন কোর্সের ব্যাপারে আগ্রহী হনঃ প্রলয় হাসান স্যারের অফলাইন কোর্সে (ধানমন্ডিতে) ভর্তি হলে কোর্স শেষ করার সাথে সাথেই নিশ্চিত ইন্টার্ণশিপের সুযোগ থাকবে! কোর্স ফি ১৫,০০০ টাকা।
১০) কোর্স চলাকালীন ও কোর্স শেষ হবার পর কি ধরনের সাপোর্ট পাবো?
- কোর্স সংক্রান্ত যে কোনো প্রয়োজনে হোয়াটসএপ গ্রুপে প্রলয় হাসান স্যার অথবা মডারেটর আপুকে ট্যাগ করে মেসেজ করা যাবে। কোর্স সংক্রান্ত বিষয়ে হোয়াটসএপ গ্রুপ বাদে অন্য কোথাও ব্যক্তিগতভাবে তাদেরকে নক দেবার প্রয়োজন নেই।
- কন্টেন্ট রাইটিং বিষয়ে যে কোন বেসিক প্রশ্নে প্রলয় হাসান স্যারের উত্তর বা গাইড লাইন পাওয়া যাবে পরবর্তী ১ বছর পর্যন্ত।
- এছাড়াও হোয়াটস এপ এবং ফেসবুক গ্রুপে আজীবনের জন্য থাকা যাবে, এবং সেখানকার আলোচনায় বা নেটওয়ার্কিংয়ে অংশ নেয়া যাবে।
- প্রলয় হাসান স্যার বিভিন্ন সময়ে বিভিন্ন রিসোর্স শেয়ার করেন গ্রুপগুলোতে, সেগুলোতেও একসেস পাওয়া যাবে আজীবন।
- এছাড়াও, প্রলয় হাসান স্যারের অন্যান্য কোর্স ও বইয়ের ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে জানা যাবে। এবং অফলাইন গেটটুগেদার হলে সেখানেও নির্দিষ্ট ফিয়ের বিনিময়ে স্বশরীরে অংশগ্রহণ করার সুযোগ থাকবে।
- চাকুরীর সুযোগ। গ্রুপগুলোতে প্রায়ই বিভিন্ন কোম্পানির জব সার্কুলার পোষ্ট করা হয় যেখানে জরুরী ভিত্তিতে নিয়োগ নেয়া হয়।
- সরাসরি প্রলয় হাসান স্যারের সাথে বিভিন্ন স্বনামধন্য দেশী-বিদেশী কোম্পানির কাজ করার সুযোগ!
১১) প্রলয় হাসান স্যারের এই কোর্স সম্পন্ন করে কোন কোন খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে?
- লোকাল কোম্পানিতে মাসিক সেলারিতে কন্টেন্ট রাইটার হিসেবে জব পাওয়া যেতে পারে।
- প্রডাক্ট রিভিউ লিখে আয় করার সুযোগ রয়েছে। প্রতি বছর বই মেলার আগে প্রলয় স্যার সাধারনত একটা বুক রিভিউ টিম বিল্ড করে রিভিউয়ারদের আয় করার সুযোগ করে দেয়ার চেষ্টা করে থাকেন।
- এফিলিয়েট মার্কেটিং করে আয় করার সুযোগ।
- ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটিং করে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস বা লোকাল ক্লায়েন্টদের জন্য কাজ করার সুযোগ
১২) কোর্সের মডিউল সমন্ধে জানতে চাই।
- কোর্স ফরম্যাটঃ বেসিক টু মিড-লেভেল।
এর অধীনে যা যা থাকবেঃ
১) এসইও কন্টেন্ট রাইটিং (পেইড ও ফ্রি টুলস ইউজ করা হবে)
২) কন্টেন্ট রাইটারদের জন্য বিভিন্ন প্রকার ফ্রি ও পেইড টুলস
৩) সোশ্যাল মিডিয়া কন্টেন্ট রাইটিং (এনগেইজিং ক্যাপশন লেখার টিপস ও ট্রিক্স + প্রলয় স্যারের শতাধিক সোশ্যাল মিডিয়া ভাইরাল পোস্টের ব্যবচ্ছেদ, যা আপনাকে এনগেজিং কন্টেন্ট লিখতে সাহায্য করবে) (ডেডিকেটেডলি ১ টা ক্লাস)
৪) লং ফর্ম কন্টেন্ট রাইটিং (ব্লগ [নলেজ-বেইজড / এডুকেশনাল / এন্টারটেইনমেইন্ট ] / আর্টিকেল)
৫) ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিং (ডেডিকেটেডলি ১ টা ক্লাস)
৬) বেসিক এডভারটাইজিং কপিরাইটিং (ডেডিকেটেডলি ১ টা ক্লাস)
৭) ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট যেভাবে লিখবেন (রিয়েল লাইফ ক্লায়েন্ট প্রজেক্ট থাকবে)
৮) হাউ টু রাইট রিভিউজ [বুক / প্রডাক্ট / সিনেমা]
৯) সিনেমার স্টোরি বোর্ড + সিনেমার চিত্রনাট্য যেভাবে লেখা হয় (এফডিসির অরিজিনাল সিনেমার চিত্রনাট্য লাইভ দেখানো হবে ক্লাসে)
১০) বিজনেস কন্টেন্ট / টেকনিক্যাল কন্টেন্ট রাইটিং (ডেডিকেটেডলি ১ টা ক্লাস)
- কোর্স ফরম্যাটঃ এডভান্সড।
এর অধীনে যা যা থাকবেঃ
১) এসইওর উপর বিশেষায়িত বাড়তি ২টা ক্লাস। (চ্যাটজিপিটিসহ বিভিন্ন এআই টুলস দিয়ে কিভাবে এসইও কন্টেন্ট লিখতে হয়, তা দেখানো হবে।)
২) বিজনেস কেসস্টাডি লেখার পদ্ধতি (রিয়েল লাইফ ক্লায়েন্ট প্রজেক্ট হাতে কলমে দেখানো হবে)
৩) প্রলয় হাসানের বইয়ের পান্ডুলিপিগুলো যেভাবে লেখা হয়েছে তা দেখানো হবে। অর্থাৎ, কিভাবে একটা বেস্টসেলার বইয়ের পান্ডুলিপির প্ল্যানিং করতে হয়, ফরম্যাট ও সূচিপত্র সাজাতে হয়, কি কি বিষয় খেয়াল রাখতে হয়, প্রকাশকের সাথে কি ভাবে কমিউনিকেট করতে হয় – তা বিস্তারিত শেখানো হবে।
৪) বিভিন্ন ধরনের ফ্রিবী (ই-বুক, পিডিএফ এবং নিউজ লেটার) দিয়ে কিভাবে নিজস্ব অডিয়েন্স বিল্ড করতে হয়
৫) থট লিডারশীপ কন্টেন্ট কিংবা Key Opinion Piece লিখে কিভাবে অর্থ উপার্জন করা যায়।
- বোনাস ক্লাসঃ
প্রফেশনাল কন্টেন্ট রাইটার হবার খুঁটিনাঁটিঃ
ক) যেভাবে কন্টেন্ট রাইটার হিসেবে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসের জন্য নিজের পোর্টফোলিও সাজিয়ে ফ্রিল্যান্সিং করবেন।
খ) ফুল টাইম বা পার্ট-টাইম চাকরীর জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করতে হবে, সিভি লেখা থেকে শুরু করে লিংকডইন প্রোফাইল আপডেট করা, বিভিন্ন মার্কেটপ্লেসে জব খুঁজাসহ ইত্যাদি টিপস এন্ড ট্রিকস।
গ) পারসোনাল ব্র্যান্ডিং ফর কন্টেন্ট রাইটার্স!
ঘ) কোর্সের শেষ ক্লাসে আমরা একজন সফল কন্টেন্ট রাইটারকে আমন্ত্রন জানাই, তিনি সরাসরি লাইভ ক্লাসে উপস্থিত স্টুডেন্টদের সাথে কথা বলেন, নিজের প্রফেশনাল এক্সপেরিয়েন্স শেয়ার করেন, এবং সবশেষে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্লিজ নোটঃ
- প্রতি ক্লাসের শেষে থাকবে কমপক্ষে ১৫-৩০ মিনিটের একটা প্রশ্নত্তোর পর্ব
- প্রতিটা ক্লাসের পর উক্ত ক্লাসের পিডিএফ হ্যান্ডআউট ফ্রি দেয়া হবে।
- প্রতিটা ক্লাস রেকর্ড করা হবে। দৈবদুর্বিপাকে ক্লাসে উপস্থিত থাকতে না পারলে রেকর্ডেড ক্লাসে একসেস পাওয়া যাবে।
১৩) এই কন্টেন্ট রাইটিং কোর্সটি কাদের জন্য?
👉যারা কন্টেন্ট লিখে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে চান
👉যারা কন্টেন্ট রাইটিং শিখে কর্পোরেটে বা মার্কেটিং এজেন্সিতে ক্যারিয়ার গড়তে চান
👉যারা একটা সহজ প্যাসিভ ইনকাম সোর্স তৈরী করতে চান
👉যারা ছাত্রাবস্থায় একটা পার্ট-টাইম ইনকাম সোর্স তৈরী করতে চান
👉যারা ফুল-টাইম চাকুরীর পাশাপাশি একটা বাড়তি ইনকাম সোর্স তৈরী করতে চান
👉লেখালেখিতে নতুন। লেখালেখি শিখে উপার্জন করতে চান কিন্তু কিভাবে তা করতে হবে জানেন না।
👉ইতোমধ্যে কন্টেন্ট রাইটিং পেশায় আছেন এবং আরো এডভান্সড কন্টেন্ট রাইটিং শিখতে চান।
১৪) কেন এই কোর্সটি আমি করবো?
➼ কোর্স টপারদের জন্য কোর্স শেষে কন্টেন্ট রাইটিং জবের সুযোগ (রিমোট / ইন-হাউজ)
➼ কোর্সটি সফলভাবে সম্পন্ন করার পর Certificate দেয়া হবে, যা সিভিতে উল্লেখ করা যাবে।
➼ এই কোর্সের হোয়াটসএপ এবং ফেসবুক গ্রুপে প্রায়ই বিভিন্ন কোম্পানির জব সার্কুলার পোষ্ট করা হয় যেখানে জরুরী ভিত্তিতে নিয়োগ নেয়া হয়।
➼ প্রলয় হাসান স্যারের সাথে সরাসরি কাজ করার সুযোগ।
➼ হোয়াটসএপ এবং ফেসবুক গ্রুপগুলোতে আজীবনের জন্য থাকা যাবে, এবং সেখানকার আলোচনায় বা প্রফেশনাল নেটওয়ার্কিংয়ে অংশ নেয়া যাবে।
➼ কন্টেন্ট রাইটিং বিষয়ক বিভিন্ন রিসোর্স প্রলয় হাসান স্যার শেয়ার করেন গ্রুপগুলোতে, সেগুলোতেও একসেস পাওয়া যাবে আজীবন।
➼ এছাড়াও, প্রলয় হাসান স্যারের অন্যান্য কোর্স ও প্রতি বছর বইমেলায় প্রকাশিত প্রিন্টেড বইয়ের ব্যাপারে জানা যাবে।
১৫) এক নজরে এই কোর্সের বিস্তারিতঃ
কোর্সের নামঃ লার্ন কন্টেন্ট রাইটিং ইউথ প্রলয় হাসান (১০ম ব্যাচ)
কোর্সের ধরনঃ বেসিক টু এডভান্সড
মেয়াদঃ প্রায় আড়াই মাস
ক্লাস সংখ্যাঃ ১০ টি (বোনাস ক্লাসসহ)
প্লাটফর্মঃ জুম
ক্লাস শিডিউলঃ প্রতি শনিবার রাত ৯ টা থেকে ১১ টা।
ক্লাস ডিউরেশানঃ দুই থেকে আড়াই ঘন্টা (প্রশ্নোত্তর পর্বসহ)
আসন সংখ্যাঃ সীমিত (সর্বোচ্চ ১৫ জন)
ক্লাস শুরু হবার সম্ভাব্য তারিখঃ ২৬ এপ্রিল, ২০২৫ ইং
রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/3qTRNhi4VfWJbbcw6
১৬) আমি ইন্সট্রাকটরের সাথে সরাসরি কথা বলতে চাইঃ
– 01701-004-114 (WhatsApp Business) এই হোয়াটসএপ নাম্বারে প্রথমে মেসেজ দিয়ে নিজের পরিচয় দিয়ে একটা এপয়েনমেন্ট নিবেন। তারপর প্রলয় হাসান স্যার আপনাকে নিজেই কল দিবেন।
১৭) কোর্স ফি কত?
- ৭০০০ টাকা। (ক্যাশ আউট চার্জ ধর্তব্য)
এই কোর্সে এনরোল করলেই পাবেন আপনার নামসহ অটোগ্রাফ সম্বলিত প্রলয় হাসান স্যারের যে কোন একটা বই সম্পূর্ণ ফ্রি (রেজিঃ করার সময় আপনার ইচ্ছেমতো বই নির্বাচন করতে পারবেন)। এমনকি ডেলিভারি চার্জও দিতে হবে না। সারা দেশের যে কোনো ঠিকানায় পৌঁছে যাবে আপনার কাছে বিনামূল্যে!
১৮) কোর্স ফি বেশী মনে হচ্ছে!
- এই মূহুর্তে দেশে যতগুলো ভালো মানের কন্টেন্ট রাইটিং লাইভ কোর্স রয়েছে, তার ভেতর আমাদের কোর্সটি সবচাইতে সস্তা। তার উপর আবার বাজারের বেশীরভাগ কোর্সই প্রি-রেকর্ডেড, যেখানে ইন্সট্রাকটরের সাথে লাইভ ইন্টারেকশনের কোনো সুযোগে নেই। সেগুলোই অনেক দামে সেল করা হচ্ছে! প্রি-রেকর্ডেড কোর্স যদি এত টাকায় বিক্রি হয়, তবে লাইভ কোর্স (যেখানে ইন্সট্রাকটর সরাসরি কথা বলেন, দীর্ঘক্ষন সময় দেন লাইভ ক্যামেরার সামনে বসে, এবং ক্লাস শেষে উপস্থিত সবার প্রশ্নের উত্তর দেন) -এর দাম ৭ হাজার টাকা কি আসলেই খুব বেশী? কোর্সের সাথে একটা হার্ডকভার বইও পাচ্ছেন, তাও আবার সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারীতে! তাছাড়া আমাদের কোর্সের মতো এতো যুগোপযোগী ও আধুনিক সিলেবাসও আর কারো নেই। আমাদের কথা বিশ্বাস না হলে নিজ দায়িত্বে বাজার যাচাই করে দেখতে পারেন।
১৯) প্রলয় হাসানের লেখা কিছু কন্টেন্ট দেখতে চাইঃ
- এই লিংক থেকে প্রলয় হাসানের পাঠকপ্রিয় কিছু লেখা পড়া যাবে। ক্লায়েন্টের জন্য লেখাগুলো দেখানো যায় না NDA পেপারে সাইন করার কারণে। এছাড়াও প্রলয় স্যারের ফেসবুক পেইজে ও লিংকডইনে অসংখ্য লেখা রয়েছে। নীচে লিংক দেয়া হয়েছে ফেসবুক ও লিংকডইন প্রোফাইলের। উনার প্রথম বইটি প্রকাশ হয়েছে ২০২১ সালে, এটি সে বারের একুশে বইমেলার নন-ফিকশন ক্যাটাগরিতে অন্যতম বেষ্টসেলার বই ছিলো। উক্ত বইয়ের পাঠক রিভিউ সরাসরি রকমারীর ওয়েব সাইট থেকে পড়তে ক্লিক করুন এখানে।
২০) আমি অনেক জাগায় ফ্রিল্যান্সিং শিখতে গিয়ে প্রতারিত হয়েছি। আপনাদের বিশ্বাস করবো কেন?
- শুরুতেই বলবো, আপনি আমাদের আগের ব্যাচের স্টুডেন্টদের স্বেচ্ছায় প্রদত্ত টেস্টমোনিয়াল পড়ুন এই লিংক থেকেঃ (পিসি/ল্যাপটপ থেকে ভালো ভাবে দেখতে পারবেন, মোবাইল থেকে নয়)। কিছুদিন পর আমাদের স্টুডেন্টদের ভিডিও টিউটোরিয়ালও দেখতে পাওয়া যাবে ইনশাআল্লাহ, সেগুলো সংগ্রহ করে এডিটিংয়ের কাজ চলছে।
- আমাদের কোর্স ইন্সট্রাকটর প্রলয় হাসান বাংলাদেশের একজন বেস্টসেলার লেখক। ২০২৪ সালের বই মেলাতে ”কনটেন্ট মার্কেটিং” বইসহ এখন পযন্ত উনার ৪ টি বই বের হয়েছে, ইনশাআল্লাহ আরো ২ টা বই বের হবে আগামী বই মেলায়। উনার রকমারি অথর লিংকঃ
- এছাড়াও উনি একজন বিখ্যাত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং থট লিডার/কি ওপিনিয়ন লিডার। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোতে সব মিলিয়ে উনার ৩৫ হাজারেও বেশী অর্গানিক ফলোয়ার রয়েছে। নীচে প্রলয় হাসান স্যারের পার্সোনাল প্রোফাইলের লিংকগুলো দেয়া হয়েছে। নিজের চোখেই দেখে আসতে পারবেন।
- বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় পডকাষ্ট শো “টু সেন্টস পডকাষ্টে’ প্রলয় হাসান স্যারই এখন পর্যন্ত একমাত্র অতিথি, যাকে তিন বার আমন্ত্রন জানানো হয়েছিলো! নীচে সেই তিনটা পডকাষ্টেরই লিংক দেয়া হলো, সময় করে সেগুলো দেখতে পারেন।
- নাফিস সেলিমের টু সেন্টস পডকাষ্টে সাথে প্রলয় হাসানের ১ম পডকাস্টের লিংক
- ২০২৩ সালে টু সেন্টস পডকাষ্টে উনাকে ২য় বারের মতো আমন্ত্রন জানানো হয়েছিলো।
- ২০২৪ সালে টু সেন্টস পডকাষ্টে উনাকে ৩য় বারের মতো আমন্ত্রন জানানো হয়েছিলো।
- উনি প্রায় নিয়মিতভাবে খালিদ ফারহান, আয়মান সাদিক, নাফিস সেলিমসহ বড় বড় ইউটিউবারদের সাথে কাজ করেন। টেন মিনিটস স্কুলের বেষ্টসেলিং চারটা কোর্সের ওয়েব কপি উনার লেখা। খালিদ ফারহানের এই ভিডিওর স্ক্রিপ্টও উনার লিখা। ভিডিওর ডেসক্রিপশনে প্রলয় হাসানকে ক্রেডিট দেয়া আছে। এছাড়াও খালিদ ফারহানের প্যাসিভ জার্নালে তার কন্টেন্ট মার্কেটিং কোর্সের প্রি-রেকর্ডেড ভার্সন খুব শীঘ্রই আসছে।
২০২৩ সালে খালিদ ফারহানের গুলশানস্থ স্টুডিওতে, কোর্সের রেকর্ডকালীন।
বাড্ডাস্থ লার্নিং বাংলাদেশের হেড অফিসে আয়োজিত কন্টেন্ট মার্কেটিং ক্লাস চলাকালীন
বাড্ডাস্থ লার্নিং বাংলাদেশের হেড অফিসে আয়োজিত কন্টেন্ট মার্কেটিং ক্লাস চলাকালীন
উত্তরায় আয়োজিত কন্টেন্ট রাইটিং ক্লাস চলাকালীন
উত্তরায় আয়োজিত কন্টেন্ট রাইটিং ক্লাস চলাকালীন
পুরো ভিডিওটি দেখলে এখানে ক্লিক করুনঃ https://www.youtube.com/watch?v=B1dcjVn7SNE&t=235s
এই কোর্সটি খুব শীঘ্রই লঞ্চ করা হবে
২০২৩ সালে চিটাগাংয়ে প্রলয় হাসানের লিংকডইন মার্কেটিংয়ের উপর সেমিনার চলা কালে
এছাড়াও তিনি বাংলাদেশের ব্র্যান্ড-মার্কেটিং কমিউনিটি ও কর্পোরেট পটে একজন পরিচিত ও সম্মানী ব্যক্তিত্ব।
– সুতরাং, আপনার কোর্স ফিয়ের অল্প কিছু টাকার জন্য তিনি নিজের এত বছরের সুনামকে নিশ্চয়ই হুমকির মুখে ফেলবেন না?
এরপরেও যদি কোনো সন্দেহের অবকাশ থেকে থাকে, তাহলে উনার সাথে সরাসরি তার ধানমন্ডি অফিসে গিয়ে কথা বলারও সুযোগ রয়েছে।
২১) আমি পরের ব্যাচে জয়েন করবো।
- প্রলয় হাসানের লাইভ কোর্সের ফি কিন্তু প্রতি ব্যাচেই বাড়ে! কারণ প্রতি ব্যাচেই কিছু না কিছু নিত্য নতুন মডিউল যুক্ত হতে থাকে। যেহেতু কন্টেন্টের দুনিয়া প্রতিনয়ত আপডেট হচ্ছে। সেটার সাথে তাল রেখে আমাদের কোর্সের সিলেবাসও প্রতি ব্যাচেই আপডেট করতে হয়। ৩ বছর আগে ব্যাচ-১ এর ফি ছিলো মাত্র ৫০০ টাকা। ক্রম্বানয়ে বাড়তে বাড়তে ৯ম ব্যাচের কোর্স ফি ছিলো ৫ হাজার টাকা। এবারের ব্যাচের কোর্স ফি সাড়ে ৬ হাজার টাকা। সুতরাং এর পরের ব্যাচগুলোও ফি-ও একই থাকবে না, বরং বাড়বে। সুতরাং, পরের ব্যাচে ভর্তি হবার সময় এটা মাথায় রাখার অনুরোধ রইলো।
২২) আমি প্রলয় হাসানের একটা স্যাম্পল লাইভ ক্লাসের রেকর্ডিং দেখতে চাই
- শিওর! এই লিংক থেকে দেখতে পারবেনঃ
প্রলয় হাসানের লিংকডইন প্রোফাইলঃ www.linkedin.com/in/proloyhasan/
প্রলয় হাসানের ব্যাক্তিগত ফেসবুক প্রোফাইলঃ www.facebook.com/proloyhasan/
প্রলয় হাসানের রকমারী লেখক প্রোফাইলঃ www.rokomari.com/book/author/80897/proloy-hasan
প্রলয় হাসানের ব্যাক্তিগত ব্লগঃ https://brandvabna.wordpress.com/
কন্টেন্ট রাইটিংয়ে দক্ষ হয়ে স্বল্প সময়ে একটি আধুনিক, হালাল এবং দক্ষ ক্যারিয়ার গড়ুন!
